বংশ তোমার উঁচু গর্ব  কথায় মারো ঠেস,
গরিব তোমার পিতামহ অনেক খোরাক ড্যাস।
কি হবা আর পইড়্যা লেইখ্যা অভাব কর্ণধার
সংসারের তে দুঃখ বোঝাই দুঃখ পারাবার।


আগে থাইক্যা পেটের টানে ধরো কামাই রুজি,
খাইয়্যা লইয়্যা সুখে থাকবা কামাও অর্থ পুজি।
কি হবা কি কেশ ছাড়া আর চাকরি হইছে মিয়া
খালি অর্থ নষ্ট করবা কাজ ধর- মন দিয়া।


কাকুর কথা ছেলে তাহার বিদ্যা করল মাটি,
কাকুর কথায় যুক্তি আছে ভাবছে পরিপাটি।
কাকুর পোলায় বিএ পাশটি শুনল তারই করে,
কাকু এখন ঘুষ ছাড়া এক চাকরি খুঁজে মরে।


কাকুর পোলার চাকরি হলো ঘুষ নাই কৈফিয়ত
ছেলে এখন শুনে কাঁদে সংসারের মারপথ।