আপন কহে তোমার ভিত্তে বাঁধলা মাচার ঘর,
কতটুকু বুঝলা যেঠাঁই  মাচা যে মর মর ।
আশে পাশে তোমার কাছে আপন মনে হয়,
চেয়ে দ্যাখো নিজকে তুলতে সবার অভিনয়,
কে অমানুষ দেখতে চাও কী স্বার্থে মারো ঠেলা,
বিবেক ছাড়া বলবে কথা মিষ্ট কই হারালা।


এই কথাটি সবাই বুঝে তাইতো মানুষ কঠোর,
অমানুষের মনস্তত্ত্ব কথায় কাজের নজর।
অমানুষের আচরণে জগৎ হেঁচরে মুলে,
তাইতো দেখি বিশ্বাস এখন চিকন ডালে জুলে।


মন ভেঙে যায় সাধুবাদির ফালতুরা আজ চড়া
জেনে রাখ ভাই এসব শুধু ফালতুর হাতে গড়া।
মানুষ মানুষ এক কাতারে মিলবে যখন ঠিক ,
স্বর্গ তখন ধরা দিবে আবাস বাড়ির দিক।
মানুষ যদি বন্ধু করো অমানুষ কে দূর,
চোখের সামনে পরে থাকলে চুরি হয়না হুর।
মানুষ মানুষ একাতারে করছি আজি দলিল,
মানুষ মানুষ ঝগড়া হয়না হয়না অশ্রু সলিল।


// ছ. স্ব., //
রচনা মুসা ই (শুভ)