ওরে পাষাণ ওরে জারজ স্বার্থ চেয়ে জীবন বড়
কিসের বড়  মানুষ তুই পশু বলিয়া তুই মারলি
বোবা বলিয়া চালাস লাঠি মানুষ তুই কবে হইলি।
স্রষ্টা বলে জীবের দয়া ঈশ্বর কে দিলে চিনছে।
বোবা বলিয়া চালাস লাঠি কোথায় তোর হুশবা আছে।
তুই পশুর চেয়ে অধম সৃষ্ট লীলা মানুষ নারে
হাজার প্রাণ তোর মাজারে চিন্তা নাহি করে।
জগত ভরা সকল জীবে তোর উপর সে অভিশাপ
নিন্মতলে ডুবে পাথার সমন জারি হবে বিলাপ।
প্রাণ হত্যা করলি তুই তুই প্রাণের না অধিকার
ছিন্ন হবে বল জুলুম অভিশাপের যে ছাড়খার।