নুপুর পায়ে আমার গায়ে  যাইত সোনার মাইয়্যা,
সোনার বরণ সোনার হাসি রইছি পড়ে চাইয়্যা।
কে দিল তার এমন হাসি মুখটি ভরে হাসে,
শিউ চামিলি হার মেনে যায় ইচ্ছে অভিলাষে।
হাজার ছেলের মনের মাঝে উঠায় প্রেমের ঝড়,
ভাবছি একা গায়ে মধ্যে নেমছে চাঁদের ঘর।
কোনসে রাজার কন্যা গো ওই হাসির এতো রং
দেখলে তারে কপাট ভাঙে মুছায় দেহের জং।
চলন তাহার এতো সুচি শিশির ধোয়া পা,
হাসি তারে রাখছে চিনে তরু লতার গা।
দেখলে তারে হৃদয় ঘরে লাগে যেন ক্রাস,
হৃদয় ঘরে স্বপ্ন তুলে পথকে করে হ্রাস ।
ফাগুন মাসের কৃষ্ণচূড়া ভরে উঠে লাল
সেই মেয়েটি হারিয়ে গেল দেখছি গতকাল।