আবার যদি জ্যোৎস্না  ম্লান বৃষ্টি হয়
সেইদিন যদি একা থাকো
আবার আমি তোমার হব।
আবার  যদি একটা  নির্ঘুম  রাতের পরে
উঠে দেখি সকালের সূর্য ।
সেদিন যদি তুমি একার থাকো
আবার আমি  তোমার হবো।।


আবার যদি  এই শহরে নতুন করে
গড়ে  উঠে হাজার প্রাসাদ,
সেথায় যদি  কোন ভীরের মাঝে
আর  তুমি যদি খুব একা  থাকো
আবার আমি তোমার হবো।।


আবার যদি সংসারের কখনোই
একটি প্রদীপ আলো জ্বেলে মুখোশ
খুলে ছবির সাথে কথা বলতে পারি ,
সেদিনও যদি তুমি একা থাকো
আবার আমি তোমার হবো।


আবার যদি বাগান ভরে ফুলেরা ফুলের
সাজিয়েই ভর সকাল বিকেল,
আবার নিজের ছবি বার বার দেখি
আঠারো বছর ফিরে আসে,
সেইদিন যদি তুমি একা থাকো
আবার আমি তোমার হবো ।