উষ্ণকে বলি দূরে চলে যাও
বাতাসেকে বলি এই দেহে মিশো,
ফ্যানের পাখাটি ধীরে ধীরে চলে
ভেঙেছে সহ্য লাগে অসহ্য দৃশ্য।


বেশ দিন আগে উষ্ণ চাহিদা
খুঁজেছি কাঁথায় রাতের দেয়ালে,
আজ খুঁজি সেই হিমেল হাওয়া
আসতেই দেই জানালাটা মেলে।


গাছের নিচের ছায়াকে বলছি
বাতাসকে নিয়ে তুমি মোর ঘরে চলো,
তোমার কোলেই রাখব বালিশ
অমত্ত মুছে আমার কেমন হলো।