যেই আঁচলে ও আমার দেশ জুড়িয়ে দিছ প্রাণ
যথায় গেলে চোখ ফিরেনা মন মিটেনা ক্যান।
তোমার তরে পরিচয় দেই আমার বাংলাদেশ।


যেই পতাকার ইতিহাসটি কইল কেঁদে স্মৃতি,
গল্পের কথা বলিনিতো শহিদের সেই কৃতি।


হাজার বছর হাজার গরব তোমার মাখা বুক
যতোবার সেই মুখ দেখেছি মনে হইলো সুখ।
তোমার তরে পরিচয় দেই আমার বাংলাদেশ।


সেই পরিচয় বুকে বেঁধে বিশ্ব পথে থাকা।
ছবির মতো রূপের ভাঁজে মাগো তোমার দেশ
কি পরিচয় তোমার জপি হয়না কিছু শেষ।
তোমার তরে পরিচয় দেই আমার বাংলাদেশ।


এক তুমি তার সৃষ্টির শেরা সারা বিশ্ব আঁকা।
কানায় কানায় রেশে রেশে মুছায় দুঃখ ক্লেশ
চোখ জুড়িয়ে প্রাণের সুধার হয়না কভু ও শেষ।
তোমার তরে পরিচয় দেই আমার বাংলাদেশ।


ধানে গানে, নদ বাহনে কৃষকের উৎপুল্লে,
ফুলে ফুলে ফসলের খেত নদীর কল্ললে।
তোমার তরে পরিচয় দেই আমার বাংলাদেশ।