হিংস্র প্রাণী জালের ফাঁদে আটকে ছিলো
ভদ্র পেশে কাকুতিতে মুক্ত করে দিয়ে,
মুক্ত হয়ে গেলো চলে শান্তির রাজ্যে
এখন কহে হালুম হালুম খাইমু তোরে গিয়ে।


ভুলে গেসি হিংস্র পশু মানুষ কিন্তু নয়
তাইলে কি আর মুক্ত করে কেবা দিতো,
এখন জন্তুর ভয়ে কাঁপি আমি থরথরায়
কোন উপায়ে বন্দি করি পাচ্ছি না প্রমিতো।


কৃতঘ্ন  তার জানোয়ারি রক্ত ভিন্নধর্মী
ভণ্ড সেজে সভ্য ঘরে ঘুরে ফিরে চলে,
এত সহজ নয়তো তারে বন্দি করা শ্রীঘ্র
বেইমানের ঐ  ক্ষমা কি হয় মানুষ কি তা বলে??


মানুষ রুপি এমন জন্তু আছে মুখোশ পরা,
সুযোগ বুঝে  দূর্বল বুঝে বেইমানিতে ধাক্কা,
তাদের জন্য হয়কি ক্ষমা ঐ দৃষ্টিকোণ
খুলে গেলে মুখোশ যদি করবে কি তোয়াক্কা।