মা আমার খালি ভাবিতেন সদা
ছেলে আমারই এত সাদাসিধা,
বিশ্বাস তার অটুট ভরাট
কেমনে মেটাবি জীবনের ফিদা।


নিজেকে বড়ই বলদ ভেবেছি
পৃথিবীটা খুব কঠিন সঠিন,
যেমনি মানুষ থাকেই থাকুক
মূল্য ভাবায় ব্যর্থ কলিন।


মানুষ গুলিকে বুঝতে পারিনি
কথায় কথায় ঠকাতে চাইছে,
নিজের মতোই চলতে শিখেছি
যে যাহা করুক স্বভাব তাতছে।


মা বলিত যে একটি কথায়
সহজ সততা রাখবি মনেতে
বুঝে শুনে যাবি কাঁটার বনেতে
এই কথা তুই রাখবি পনেতে।


আরেকটি কথা জানিসরে বাপু
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে একটিও নাই,
এ বীজ মন্ত্র শুনেছি যেদিন
নিজকে হেলান দিয়ে রাখি নাই।