মিথ্যা তুমি বড্ড কটা ছেঁড়া তরি পাল,
ইচ্ছে মতো বৈঠা ধর কেবা বুঝে হাল।
সাদা রোপি ভণ্ড তুমি খণ্ড কর মুখ,
কালো তুমি নিচু তলা-পণ্ড শলা চুক।
সোজা দ্বয় নিত্য পচে - ঠোক্ক মারা কাছে
বিশ্বাস ভাঙে তার- ঠকে নিত্য ধাঁচে ।
শালীন মিছায় ঢঙ- চুপিচুপি কথা,
অহরহ ঠকে অহ - স্বার্থ নীরবতা ।
ঠেসে গেলে তিতা তিতা না ঠেসলে মিঠা
না দেখিলে কুলা ঝরা- তা ধানের চিঠা ।
মিথ্যা তুমি খুব ভালো নাই খায় ধরা
তোর লাগি কতো গৃহে নামে চৈত্র খরা।
তোর লাগি কতো বেটা কাঁদে ব্যথা নিয়া
সাধু লোক ঘেন্না করে উষ্ঠা মারা দিয়া।