দিনে দিনে মানুষেরই হচ্ছে খালি গদ
উপরেতে সাদামাটা ভেত্তে ভেঢপ তদ।
সারা দিনের কর্ম শেষে কটুক ফরাক হচ্ছে
আধুনিক এর ইন্টারনেটে মাথার ঝুঁকে কষছে।


মন চলেনা লবজ কথায় রক্ত চলে অভিরাম
মনটা চাহে ভালো লাগুক দেহ কহে কর আরাম,
সারাদিনের কর্মের মাঝে চালায় ইন্টারনেট,
তায়ো যেন মনের খিদে ভরেনা যে পেট।


দূরত্ব কে কাছে টেনে আনল অতি কাছে
যাহা ছিল অপেক্ষারই প্রতি ধাঁচে ধাঁচে।
কাছে এলো মন ভরালো চিন্তা গেলে দূর
এখন দেখি অবিশ্বাসের মক্ত ঘুরোফুর।


একটা সময় চিঠি দিয়ে হত হস্ত কলন,
গাছের পাতায় লিখে পাতা জ্ঞাপন হত ফলন।
কবুতরে মুখে করে নিতে হাতের চিঠি,
এখন দেখি ইনবক্সেতে কত খুঁটিনাটি।
মস্তিষ্কে রে না দেয় বুঝতে করে ফেলে কাজ
অতি শীঘ্র এই যে বার্তা আরক্ত সমাজ।


যুব সমাজে সহজ অর্থে দিচ্ছে সবই ফাঁকি,
কোন উপায়ে মানুষ হবে মুখের কথা রাখি।
শিক্ষাগুরু বড় ছোট মান্য কত করে,
চোখের উপর ভদ্র সাজে বৃত্ত বুঝায় তারে।
মানসিক এর মতন যেমন ডুকে পরে নেশায়,
পীড়ার মতো চলতে থাকে সবকিছুতে মেশায়।


ফেসবুক নামক সোসিয়াল এ আবদ্ধ সব মানুষ
সবই যেন নিচ্ছে কেরে করছি যেন বিদুষ।
আমরা দেখি ভালো যেটা স্বাস্থ্যের করে দাস,
মানুষ নামক কাম শক্তিরও দুর্বল করে বাস।


সব কিছুরই ঠিক মত ব্যবহার নাহ করি,
বিজ্ঞান দিছে কল্যাণ করে অমঙ্গলে গড়ি।
আধুনিক হয় নিত্যদিনে চামড়ার নিচে নয়
হৃদয় ঘরে আধুনিকটা আদিম পূর্ব দ্বয়।