যুগ ধরে নারী পুরুষের মনে ছিল,
পুরুষও ছিলো তাই নারীদের মনে
আদি যুগে নরে- ভালবেসে দিত ফুল
নারীর প্রণয়ী সৌহার্দ স্বাপনে।


কিছু নর ছিল অজ্ঞ বিশ্বাসের
মারিত নারীকে ঘৃণা অবিশ্বাস্যের।
কিছু লোক ছিল অন্ধ মানিক ছুঁলে,
নারী শিক্ষার দেখতো নোংরা কুলে।
আলাদা চক্ষু দেখিত নারীরা ভোগ
এই ঘেরে ছিল অন্ধ গর্তের কুপ।


সেই অন্ধের গর্ত থেকেই উঠেছে
নারীরা ফেরেছে অবহেলিতের বেদিতে।
তৈরি হলো তার নতুন কানুন গুলি
নারী ভাবে আজ সুপুরুষ পার দুলি।
সমানে সমান হাড্ডাহাড্ডি খেলা
আজ যেন ফের পুরুষের অবহেলা।


নারী ছাড়া নর- নর ছাড়া কোন নারী
থাকেনি আজও একলা একটি বাড়ি।
কিছু যাবে ফলে সব লোক হেয় ছলে
আজ যেন নারী মনের ফেরত দখলে ।
এই আমাদের ভালবাসা ফিরে মুছে।