আমার চোখে বৃষ্টি হয়ে তুমি ঝরো না’কো,
তুমি বৃষ্টি হয়ো না’কো…….
আকাশ ঝরা আকাশ পানে
ঝরুক না আনমনে
তুমি কভু অশ্রু বৃষ্টি হয়ো না কো,
তুমি বৃষ্টি হয়ো না কো……
ঝর ঝর বৃষ্টির ঝরা চলো দেখি দুজনে
চলো ভিজি মোরা ভিজি ভিজি চল দুজনে।
আকাশের ঐ বৃষ্টির ঝরা
না হোক চোখের পানে….
আমার চোখে বৃষ্টি হয়ে তুমি ঝরো না কো।
আমার চোখে মনি মুক্তা হয়ে ঝরো,
তবু তুমি বৃষ্টি হয়ে ঝরো না কো।