ওই সবুজের বুকের কাছে
যেমনি পাহাড় দাঁড়িয়ে আছে
ওই মেঘের গা দু পায় জড়িয়ে
তেমনি যদি তোমায় পেতাম হাত বাড়িয়ে।


ওই কলমির সেই ভরা জলে
শালুকের লাল অন্তরালে
ঢেউয়ে ঢেউয়ে ভেসে আসে
তেমনি যদি তোমায় পেতাম হাত বাড়িয়ে।


রাতের জ্বলা চাঁদ জোনাকির
জোছনার সাথে আকুলখানির
যেমনি করে জ্বলে রাত্রির
আমি যদি তোমায় পেতাম মন বাড়িয়ে।


সকালের ওই স্নিগ্ধতায়
আউলা বায়ুর মন ফুরো তায়
যেমনি ভরে উঠে কানায়
তেমনি যদি তোমায় পেতাম হাত বাড়িয়ে।