অরণ্যে অন্যানা এ কি অনুভূতি পষ্ট
ডুবে গেছি রূপে তারি হয়ে হতভম্ব
বলতে পারিনি তার লাগল কেমন?
শেষ মনে হয় নাই বলার আরম্ভ ।


শাখায় মরিয়া ফুল ধরিছে মুকুল
গুঞ্জন গুঞ্জন এবং মধুময় সুর
কচিপাতা দোটানায় হেলে খায় দুল
মনে হয় বাসন্তীর ফুরেনা তদূর।


জীবনের ক্রান্তি রেখা নীড় খুঁজে লয়
স্রোতের নদীর মতো বয়ে বয়ে যায়
অরণ্য অন্যানা তর ভরিছে যথায়
ক্লান্তির সে অবসান মুছে দিয়ে যায়।