রঙ বেরঙের প্রজাপতি উড়ে দেখি গগন তলে,
থাকতে যদি আমার পাখা
মিশে যেতাম তোদের দলে।


কানে কানে জিগ্যেস করতাম কত দূরে যাসরে দূরে,
কোন বাগানে বসত করছ
কোথায় কোথায় ঘুরছ ফিরছ।
নিবে আমায় সঙ্গী করে ফুল বাগানের ফুলের ভুরে।


রঙ বেরঙের পোশাক পড়ে
মিশে যেতাম বন বাগানে,
ফুল পরীরা আসত কাছে
মিশে যেতাম সঙ্গ পানে।
ভালবাসার সঙ্গি করে পথ বাড়াতাম হৃদয় জুড়ে।