দরকারে সেইদিন ছিলো অনুরক্তি
উড়ায় দুধের মাছি সমাগমে ভক্তি,
ফনফন করে উড়ে গুনগুন ঘুরে
আমি ব্যক্তি ছাইএক অব্যর্থ আসক্তি।


সেদিন কত্ত বুঝেছে রত্তনা সম্বল,,
খুদা পিপাসিতা জলযে অনাড়ম্বর,
কতো মাঘে কত শীত আধান কম্বল
সেইদিন স্নেহে আমি পাইছি নম্বর ।
সময়ের মুল্য এক দিয়ে গেছি সাড়া
পাল্লা নৌকার মাঝির ছিল দাড়কড়া,
আমরা সেদিন যত্ত ছিলাম নাবিক
হামাগুড়ি কুমারোগ ছিল দেহ ভরা।


ডুবে যাচ্ছে তরি তলা থরথরে কাঁপি
পাল তুলে খুর পায় রুক্ষ ধরি হাল,
আমি ডুবে আছি কভু বাঁচতে অকাল
দিয়েছি সকল ঠাঁই মোর চিত্তে পাল।
আমার চাদরে এসো ঘন কনকনে
তীব্র ঝর বায়ু বেগ প্রাণ যায় ক্ষণে ,
কতো ভালবাসা ছিল ভুলিবে কখন
আজ দেখা হলো এক নাবিক সাধনে ।


সবার ভিতরে চিত্ত করেছে হরন,,
আমি খুব ভাবি বুঝি আপনার মতো,
কুলে এসে দেখা হলো একসেই যাত্রী
বিরক্তি ক্ষোভ প্রকাশ দুয়ারের মত্ত।


আমাকে চিনেনা ভাব উঠিয়েছে মুখ
মতলব বুঝে আমি খেই নাকঢলা ,
বুঝেছি এখন নেই দরকারে তাই...
চুপিচুপি সেইখান পালাবার পালা।


অক্ষর বৃত্ত