আমি আমার জমিতে বীজ বপন করেছি,
আমি আমার নিজ উপায়ে জমি চাষ করেছি,
আমি এখন ফসল কাটার আশা করেছি।
ধৈর্য সহ বিনা ঘাটতির মাঠও চড়িয়েছি।


পাতা গুলো ফুল ফুটিয়ে ডালও হলো বড়,
পোকামাকড়  খুবই ভয়ে কাঁপতে থাকি,
কিছু জমি ঝড় দ্বারা যার ধ্বংস হলো তরো।
কৃষক আমি চিন্তা নিয়ে নিজকে রাখি।


ঋতুর কালে ফুল ফুটেছে ফল গজেনি,
আশার ক্ষেতে জেনে দেখি গাছের বয়স হয়নি
এই বছরে জমির একটি ফল লাগেনি,
অথচ চিন্তা মাথায় ভরে ঘুম রয়নি
সময় এলে শস্য ক্ষেত্র আনন্দে ফল ভরবে!