শিশু খুলেছে বইর পাতা নতুন দিনে
হাসির মুখে উল্লাসিত,
পড়ছে ছড়া একের পরে উল্টে পাতা
নতুন পণে যে শিহরিত।
 
ইচ্ছে ভরা জানার লাগি নতুন বই
ছড়ার পড়া গল্প পড়া,
দাগ দেয়না নতুন বই সাদা পাতায়
দারুণ মনে হাসির ঝরা।


ঘরের কাছে দেখছে তারা গাছের পাতা
লাল মেখেছে বলছে কেনো?
নতুন করে গজায় পাতা নতুন দিন
তাদের ঘরে আসবে যেনো।


পাঠের কাছে মনোযোগের দুলছে শিশু
বনের কাছে ডাকা পাখির,
উঠুন জুড়ে হলুদ গাঁদা ফুল ফুটেছে
কিচির মিচি ডাকা ডাকির।


দেখছে শিশু চোখ বুলিয়ে
নাচছে সাড়া গাছের পাতা দোলন খেয়ে,
গাইছে পাখি হাসছে ধরা
হাসছে শিশু তাদের দ্যাখে মুখটি ছেয়ে।