সূর্য টাকে পিছ করিবার মন্ত্র খুঁজে একটি লোকে
দিনে দিনে বুদ্ধি খুঁজে সুপ্ত কাটে কর্ম ভোগে।
গুনি জনের কাছে গেলো দেওনা বুদ্ধি ও মহাজ্বী,
মহাজ্বী কয় যাবে না ভাই সময় যাচ্ছে নিষ্ঠুর বুঝি।
একটা কথা বলি আমি ভুল হলেও মাপ করিও,
সময় তোমার গড়ে ঢলে হাতে সেটা কাল করিও।


আমরা সবে ঠাহর করি সময় ছুটে কেমনে রে যায় ,
দড়ি শিকল দিলে বাঁধি রাখা যায় না তাহারি পায়।
সারাদিনে করোনা কি কর্ম কিছু বসে থাকো,
না মহাজ্বী কর্ম করি যায়না সময় ভাটা হ্যাঁগো,
কেমনে তুমি শেষ করবা সূর্য গতি এক নিমেষে ,
কি যে বলেন ওগো হুজুর কর্ম করি ক্ষুদ্র বিষে।


কাজের শেষে বাসা ঘেঁষে খানাদানা শেষে ঠিকে,
মস্ত বড় একটা পাথর ঠেলে নিবে সামনের দিকে।
সন্ধ্যা হবার আগে তুমি সূর্য টাকে পিছ করিবে,
ঠিকই আছে দেখে আসি পারি কিনা সূর্য টাকে,
মনে হলো ব্যাপার নাতো আমার কাছে অমনি একে।


আগামী দিন জানাবে মোর সূর্য সময় গেলো নাকি,
সারাদিনে পাথর ঠেলে পারলনা আর পিছে থাকি।
কারণটা কি ওমহাজ্বী সূর্য আমার গেলো ছেড়ে,
ওজন ভীষণ তাই পারোনি তাইত তুমি রইছে ঝেরে।
হালকা কাজে মধ্যে তুমি শেষ করেছে লক্ষ্য কটু,
কঠিন কাজের এক নিমেষে হলনা শেষ ধীরে পটু।
ধীরে ধীরে কাজ করিলে সবটুকু কাজ সুন্দর হবে,
এই কথাটি জানছ তুমি কোনদিনে আর কি কবে।