সংসারের কারো যদি-পীড়া ডেকে বয়,
গৃহের সমস্ত যেন- লাগে পীড়া দ্বয়,
বাতিঘর মনে হচ্ছে- তন্দ্রাচ্ছে ধৃষ্টতা
গৃহের আনন্দ টুকু -অদূরে মুর্ছায়।


সংসারের ঘেরে আছে-ক্ষণ ক্রোধ দৃষ্টি
ছুঁয়ে আছে খামু কায়-পাচ্ছ দরজায়,
খাপ মেরে লাল চক্ষে- উঠে গেছে রুক্ষে
ডাক্তারের ভার রাত্রি -নিদানে আশ্রয়।।


সংসারের অর্থভার -লুটে নেয় কুঁড়ে
মুক্তি ভার নেই অতি-হতাশায় চিত্ত,
অদেখা চিত্ত ব্যাধির-রাখে পরিবেষ্ট
অনেকের মুখ ঢলে-অশ্রু ইতিবৃত্তে।।


হাল ছেড়ে বহুলোক- মুখ গুছে ফিরে
অখণ্ড স্নেহৃর কেউ -মুক্তির প্রত্যাশে,
যাত্রাপথে অবিরাম- লড়াই চলায়-
অসুস্থ পীড়ায় ভার- খালাসের দাসে।