তুই আমার কলিজা তুই তার প্রাণ
       তুই ছাড়া ভেজা নাই এই চিত্ত ম্লান।


       আমি শুধু তোকে চাই তুই বুঝি মন
তোকে ছাড়া ভাল নাই দুষ্ট মিষ্ট ক্ষণ
আজ যেন ঘুম নাই ঘুমের দুয়ার।


তোরে কেনো খোঁজ নেই সকাল সন্ধ্যার
      কতোকাল রবে তুই আমার ভেতর
        এই সুখ নাই ভাঙে অবুঝের ঘর।
কল্পনার রাণী কুটি তুই মহারানী।


তুই ছাড়া রানী নেই আমি তাই জানি।
      এই প্রসাদের বাঁচে হয় চিরন্তন।
      তুই পাখি তুই ফুল উদাত্ত ধরণী ।


তুই বুঝি মোর যত রঙ কেড়ে নিলি
       আমার মনের রঙ তুই খুঁজে পেলি।
      রঙের জোয়ারে তুই আজ ভেসে যাবি
আমার নিয়ে যাইচ তুই সাথে নিবি।


তোকে ছাড়া হয় নাই পথ আলিঙ্গন।
      হৃদয়ের দোতারাটা ভেজে উঠে কই।
       অবুঝ প্রণয় দেশে তোর তরে ছোটা।
কেউ দেখে না দেখে না একাকি চড়ন।


আমি তোরই চলার অদেখা শক্তিটা।
     পৃথিবী টাই জয়ের ডাক হাতছানি ,
     আমিও জয়ের তোর পথের পথিক
আমাদের অবুঝের এই ভালবাসা ।


-