একদা গিয়েছিলাম এক সমুদ্র সৈকত
পর্যটকে নিঙ্গড়ানো বৈকালিক সমাগম,
অবাকে দৃষ্টিতে ফেলে সমুদ্র প্রতি দুচোখ
আমার সমুদ্র যেন এক চোখের সম্ভ্রম।


আমি তোমার চোখেতে শুধু সৈকত দেখেছি
জনতা সমুদ্র দেখে আমি দেখি সুরাসুর,
তোমার চোখের কোনে আমি আটকিয়ে গেছি
যেন সমুদ্রের চেয়ে সেই সমুদ্রে সুন্দর।


দ্যাখো ছুঁইতে পারিনা জোড়া জোড়া সাদা মেঘ
মেঘে ছুইতে পারেনা উঁচু আকাশের নীল,
আমাদের কাছে সেটি দূরসম্পর্কের প্রেম
শুধুমাত্র অনুভবে করেছে যেন স্বপ্নীল।


তাদের চোখের কাছে চঞ্চল ‌উপমা চলে
আমার কাছে তুমিই কেন্দ্র চঞ্চল নিঃশ্বাস,
যেমন রাত জোছনা দিনে‌ নেভানো নিঃশ্বাস
তোমার সমুদ্র দেখি অনন্ত বহিঃপ্রকাশ।