আমারও তো ইচ্ছে হয়,
আমারও তো ইচ্ছে হয়,
প্রাণ খুলে হাসি, মন ভরে ভালোবাসা পাই।
কোন দোষেতে করলো দোষী, করলো কোন পাপের ভাগি আমায়।
কেউতো চাইনা বুঝতে আমায়, শোনেনা কেউ মোর কোনো কথাই।
আশা রাখি জিবনে, কোনো ভরসা নাই
ফুর্তি রাখি মনে, যার, কোনো কাম নাই।
বেঁচে আছি জিবনে, কোনো স্বার্থ নাই ।
চলা আছে মননে, যার,কোনো লক্ষ নাই।
সুখ খোঁজে জীবনে, কোন সুযোগ নাই।
প্রেম আছে মনে, যার, ভালোবাসা নাই।
দুঃখ আছে জীবনে, প্রকাশের কোন ভাষা নাই।
আমারও তো ইচ্ছে হয়।
প্রান খুলে হাসি, মন ভরে ভালোবাসা পায় ।
হতে সফল, কাটিয়ে শূন্যতার জাল।
চলতে সততার রাস্তায়,মিছে না কাটিয়ে সময়।
ফুটপাতে বসে থাকা, এক বালুকাময় অসহায়(বলে কন্ঠফেড়ে) আমারও তো ইচ্ছে হয় ।
আমারও তো ইচ্ছে হয়।


                ✍️✍️✍️K K✍️✍️✍️