বৃষ্টি এলো বৃষ্টি !
        ঘটলো নতুন সৃষ্টি
বৃষ্টি এলো বনে, জাগলো আমার দৃষ্টি।


পথিক মনে গগন কোণে ঢাকল রোদের দৃষ্টি
সকাল সাঁঝে কাজের মাঝে নামলো নূতন বৃষ্টি ;
শিমুল শাঁখে ডাহুক ডাকে গহীন বনের ফাঁকে
মাঠের ছেলে নদীর জেলে ছুটছে নীরের বাঁকে।


বৃষ্টি এলো বৃষ্টি,
         ঘুচল মনের কৃষ্টি
বৃষ্টি নামে বৃষ্টি জল ধারার সৃষ্টি।


গায়ের সখা তরুর-লতা পেল তারি সজীবতা
কঠিন ভূমি আকাশ চুমি রসে ভরি নীরবতা ;
নদীর বারি উঠলো ভরি গেলো পুরি জলধারা
সাগর পাড়ে জোয়ার তারি আসি ফিরে ঢেউহারা।


বৃষ্টি এলো বৃষ্টি,
          গেছে চলে জ্যৈষ্ঠি
শ্রাবণ মাসের বৃষ্টি, বাঁধন হারা তুষ্টি।


বিকেল ক্ষণে কদম বনে কিশোরী মেয়ের খেলা
নবীন পাতায় বারি ঝরে নানান রঙের মেলা;
পাশের নদে বৃক্ষ হতে লাফিয়ে কিশোর দল
ঝাঁপিয়ে পড়ে নদের বুকে পেড়ে নানান ফল।


বৃষ্টি এলো বৃষ্টি,
        অঝোর ধারার বৃষ্টি
নিশি রাতের বৃষ্টি, শিহর জাগায় দৃষ্টি।


গভীর রাতে আকাশ মাঝে গুরু মেঘের ভেলা
ক্ষণিক থেকে আপন বেগে আলো আঁধার খেলা;
দমকা হাওয়ার শীতল পবন বইছে আপন বেগে
তারি মাঝে আলোর দেখা ক্ষণিক থেকে থেকে।


বৃষ্টি এলো বৃষ্টি,
            ভাঙল বাঁধন দৃষ্টি
বৃষ্টি তারি মনে, লাগলো আমার মিষ্টি।


শহর পথে বাতাস বহে থামল তাদের কাজ
সকল ভাবে আপন মনে ভিজবো সবাই আজ ;
পথে ছেলে পথে ভিজে তাকাই তাহার দিক
নিজের ভেজা রইল পড়ে ভাবছি এটাই ঠিক।


বৃষ্টি এলো বৃষ্টি !
সুধু,ঘরের কোণে অবুঝ মনে ফেলাই বাহির দৃষ্টি।


রচনাকালঃ- ২৪ এপ্রিল ২০১৮