চিরসুখী-জন ভ্রমে কি কখন ?
ব্যথিত বেদন বুঝিতে পারে !
কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভু আসে বিষে দংশনে যারে করিছে ব্যাপন ।


চিরদুঃখী-জন বুঝে সে যাতন
আপনি বেদন সঁপিতে পারে
কি ব্যথা এ মনে, বুঝে সে আপনে
চাহিয়া গগনে আঁধারেও ক্ষণে করিছে অশ্রু বিসর্জন ।


চিরলোভী-জন সঁপে কি কখন ?
সারাটা জীবন লোভের কারণ !
কি করিয়া মনে, বুঝে সে আপনে
কভু কিসে দেখে ত্যাগেরও গৌরব অমর বদন ।


চিরত্যাগী-মন জানেনা সে জন
আপনি জীবন করেছে কখন;
কি পীড়না ত্যাগে, বুঝে সে বিবাগে
অন্তিম শেষে বিধাতার কাছে হয়ে হয়েছে অতুল ।


চিরঘৃণ-জন জ্ঞাতে কি কখন ?
সর্ব জীবন ঘৃণার কারণ !
কি করিয়া ও সে, অনুভবি বে সে
কভু কিসে দেখে প্রেমেরও জীবন নন্দিত এমন ।


চিরপ্রীতি-মন ভাবেনি কখন
প্রেমের জীবন প্রণয়ের ক্ষণ;
কি রমণা মনে, বুঝে সে গোপনে
বিগত জীবন হয়ে প্রীতিজন রয়েছে জুড়িয়া ভুবন ।


তাই, ক্ষণে ক্ষণে, মন চাই আজীবন,
থাকি হয়ে এ ভুবন
চিরদুঃখী-জন  চিরত্যাগি-মন চিরপ্রীতি-জন ।


রচনাকাল- ৩ই এপ্রিল ২০১৮