পর্ব - ১


আভা হীন নিস্কলঙ্কের সরল মন;
একরাশ ঘৃণা ফেলে চলে গেলে
এ নিখিল-বিশ্ব ছেড়ে যখন;
সে’কি ঘৃণা নাকি বেদনা ?
সে’কি জীবনের বাঁচিবার আকুতি
নাকি সকলের প্রেরণা;
চলে গেলে হেসে, শহীদের বেশে
রেখে গেলে আভা, কলঙ্কের দেশে ।


বাঁচিবার তরে যাঁহারা মরিতে না চায়
তাঁরা কভু বাঁচিতে না পায়;
তাঁরা তো বেঁচে থাকে সকলের মনে
যুগ থেকে যুগে চির স্মরণে।
চির উন্নত শির তাঁর ভূত ভবিষ্যৎ
শুধু মনে হয় সে তো এখনও; রয়ে আছে
ব্যাপ্ত করে সমস্ত জগৎ;
কি বেদনা কি দুঃখ ভার,
একি বিষাদের নীরন্ধ্র অন্ধকার
এই তব জীবনের পরিণতি আজ তোমার
___________  দুর্ভাগা আবরার ।


                পর্ব - ২


মায়ের আঁখির অক্ষে ঘুরে
বেদনার জ্বালাময় অশ্রু, অনন্ত অন্তরাল
সংগ্রামের আর্তনাদে কাঁপে দেশ মহাকাল।
বাবার বুকে পাঁজরে চেপে আছে
পাথরের শিলাস্তুপ;
সে কি জ্বালাময় বেদনা ভীষণ বিদ্রূপ !
সহপাঠী যারা চিরচেনা ছিল চোখে চোখে
অকস্মাৎ তাঁরাই মিলিল অপরিচিত লোকে
তাদেরি তরে আজ এ দেহের বলিদান,
লুটায়ে রয়েছে নিথর দেহ - তাদেরি প্রতিদান ।


সব শেষে শূন্যতার মাঝে
লুটাই পড়ি বিষাদের অন্তরালে;
ভাবি শুধু বেঁচে আছি আমি,
একা নিরালায় বেদনার আড়ালে।
শুধু প্রার্থনা করি আজি বিধাতার দাঁরে
শহীদের সম্মানে করিও বরণ তুমি  তাঁরে
তাই- তোমার দ্বারে যেন ফিরে আসে বার বার
এমন করিয়া হাজারো
______________  দুর্ভাগা আবরার ।


রচনাকালঃ- ১০ অক্টোবর ২০১৯