শেষ হল জীবনের সব হতাশা
কথায় ছিলে তুমি একা কুয়াশা ?


যায় বেলা করে হেলা নিয়ে দুরাশা
সহসা আসিয়া তুমি জাগালে আসা ;
ছিনু বসে আনমনে মোর গৃহকোণে
কুয়াশার রাতে একা আঁধারের ক্ষণে ।


আলো হয়ে হৃদি মাঝে জাগালে আসা
ঘন কুয়াশা --


ভুলে যায় দিবসের সব মায়া খেলা
ভুলে যায় পাখিদের উড়ে আসা বেলা ;
চেয়ে দেখি বকুলের ঝরে যাওয়া ফুল
চেয়ে দেখি তটিনীর ঢেউ ভাঙা কুল ।


তারি মাঝে থাকি বসে নিয়ে দুরাশা
ঘন কুয়াশা --


দূরে ঐ কোকিলের কলরব মাঝে
দূরে ঐ আঁধারের অন্তিম সাঁঝে;
হিমেল বাতাস আজি ভেসে আসে দারে
শীতের আভাসে কাঁপে তনু শিহরে ।


এলে তুমি অবশেষে ফেলে দুরাশা
আঁধার রাতের - ঘন কুয়াশা !


রচনাকালঃ- ২৫ সেপ্টেম্বর ২০১৯