উদাস বনের মুক্ত হাওয়া
হঠাৎ তোমায় ফিরে পাওয়া,
নিল গগনের শূন্য মাঝে
কাজের ফাঁকে শেষ বিকেলে ।
       নীরব মনের বদ্ধ ঘরে
                   ক্ষণিক তোমায় চাওয়া,
                             তোমায় ফিরে পাওয়া ।।


যখন - গ্রীষ্মের ঐ প্রখর তাপে
           করুন আলোয় বুকটি কাঁপে,
তখন - বাদলের ঐ ধারার মত
           শীতল জলে জুড়াও ক্ষত !
           মোর হৃদয়ে তোমার হৃদয় গাঁথা ।
                       তোমার মনের আঙিনাতে
                                        ফুলের শয়ন পাতা ।।


আবার - পোষ-এর ঐ শীতের রাতে
              শিশিরের ঐ প্রভাত প্রাতে,
যখন -   নতুন রবির  উদয় ক্ষণে
             ফিরে আসো মোর ভুবনে।
                    তোমার গানটি গাওয়া,
                       তোমার মনের কুসুম বনে
                            ভেসে আসে আমার মনের হাওয়া ।।
যখন -  ফাল্গুনের ঐ দমকা হাওয়ায়
            ব্যাকুল থাকি তোমায় পাওয়ায়,
তখন -  শেষ বসন্তের নবীন পাতার মত
            ইচ্ছে গুলি রাখি বেঁধে শত ।
                     মোর ভুবনে তোমার ভুবন বাঁধা,
                             আমার আকুল দুটি চোখে
                                      তোমায় নিয়ে শত স্বপন গাথা ।।


যখন - শারদ এর ঐ শুভ্র মেঘের ভেলা
           গগন মাঝে করে নানান খেলা,
তখন - বসে থাকি শিউলি কানন তলে
           মৌমাছিরা ছুটে দলে দলে ।
                তখন কেবল তোমার কাছে --
                                এইটুকু মোর চাওয়া,
                                         যখন তুমি দিলে সাড়া
                                                    তোমায় ফিরে পাওয়া ।।
ফিরে পাওয়া
রচয়িতাঃ- মুস্তাকিম
রচনাকালঃ-১লা বৈশাখ ১৪২৭ (১৪ ফেব্রুয়ারি ২০২০)
উৎসর্গঃ- ইশরাত জাহান (নওরিন)
ওরফে ঝুমুর ওরফে ধমনী ওরফে বালুশাই ওরফে তিতির ।।