যারে আমি বাসি-ভালো
                           সে বাসে না ভালো
ব্যথা ভরা আকাশ নিয়ে, অসীম সাদায় কালো;
তারি তরে তারি সনে, আপন মনের গহীন কোণে
       একলা ভাবায় আলো,
                           সে বাসে না ভালো !


যখন আমি ভাবি তারে
                           সে ভাবে কি মোরে ?
আশা নিয়ে দু-চোখ মাঝে তাকেই মনে পড়ে;
সকল কাজে সবার মাঝে, সকল ব্যথা সকল লাজে
        তারি-ই মনের আলো ,
                           সে বাসে না ভালো ।


যখন আমি ছিলেম একা
                            সে ছিল কি একা ?
সাঁঝের আলোর আঁধার মাঝে, পেলাম তারি দেখা !
দিনের শেষে খনিক হেসে, সূর্যি ডোবে আপন বেশে
         রাতের আঁধার-আলো
                           সে বাসে না ভালো ।


যখন তারি মলিন বদন,
                           শিহর জাগায় মনে
দুখের মাঝে সুখের বেশে, আপন হৃদয় কোণে;
ক্ষণিক এসে ক্ষণে ক্ষণে পুলক জাগায় সমীরণে  
      তারে-ই বাসি ভালো ,
                          সে বাসে না ভালো ।


যখন ও’সে ক্ষণিক হেসে ,
                           আমায় ডাকে ক্ষণে
স্বপন মাঝে হারাই শেষে তারি মনের কোণে
নিবিড় রাতে আঁখির কোণে তাকেই ভাবি আপন মনে
      ফোটে ভোরের আলো
                     তবু – সে বাসে না ভালো ।


কবে ও'সে বাসবে ভালো
             আসবে সে দিন কবে ?
হয়তো সেদিন মিলিয়ে যাবে দূর তাঁরাদের সনে !
সেদিন পড়বে আমায় মনে ।।