ভালোবাসা শব্দটি অনেক ছোট
তবে এর বিস্তৃতি অনেক গভীর অতল !
দেখেছি আমি কিছু শর্তে
ভালোবাসা প্রকাশ পায় নানান রূপ নানান অর্থে ।


মা বাবার ভালোবাসা
আত্মীয় আপনাদের ভালোবাসা
বন্ধুদের ভালোবাসা
কিংবা কখনও দূরের কারও ভালোবাসা ।


তবে প্রকৃত ভালোবাসে সুধু দু-জন ই,
বাকিরা ভালোবাসে প্রয়োজনে;
তারপর দূরে ঠেলে দেয়
স্রোতের বিপরীতে মুখ ফিরে নেয় ।


তবু মানুষ ভালোবাসার জন্যে
ঘুরে ফিরে দূর দূরদূরান্ত বন অরণ্যে
তবুও নির্বোধ মানব বুঝিতে না পায়
প্রকৃত ভালোবাসার তরে কখনও সে কভু পায় নাক ঠাই।


যখন – আত্মীয়রা ভালোবাসে আত্মীয়ত্বের প্রয়োজনে,
তখন – বন্ধুরা ভালোবাসে বন্ধুত্বের প্রয়োজনে,
আবার – প্রিয়জন ভালোবাসে সময়ের প্রয়োজন,
তবে মা বাবা ভালোবাসে থাকে গভীর মনে
জীবনের প্রয়োজনে রক্তের নিবিড় বন্ধনে।


শর্তহীন ভালোবাসা ধীরে ধীরে জগত হতে লোপ পায়
শুধু থেকে যায় রক্তের বন্ধন
আর মা বাবার ভালোবাসা; এ ভাবেই দিন চলে যায় ।


জগতে তারাই ভোগে প্রকৃত ভালোবাসার শোঁকে
যার বাবা মা বেঁচে নাই
কেউই তাদের বাসে নাকো ভাল
বিধাতার তরে যদি বা কভু ঠাই পায়।
আর – সেই পেয়েছে প্রকৃত ভালোবাসা
যে বিধাতারে বেসেছে ভালো
সুখে কিংবা দুখে তার
হৃদয় জুড়ে সদা রয়েছে আলো ।
বাকিরা - তো শুধু আসে আলো হয়ে
দিতে শত আসা
ফেলে যায় আঁধার মাঝে
দেয় নাকো ভালোবাসা ।


আবার - বৃক্ষ প্রেমিক গাছ কে যেমন ভালোবাসে
প্রতিদানে পায় সে নানান ফল
তেমনি – প্রকৃতি প্রেমিক প্রকৃতি কে ভালোবাসে
প্রতিদানে পায় নির্মল বাতাস গভীর জল অতল ।


কিন্তু – মানুষ যা দেয়
তার চেয়ে বেশি ই কেড়ে নেয়
থাকে শুধু বিরহ ব্যথা আর কষ্ট নিরন্তর ।


শর্তহীন ভালোবাসা বল কে''ই বা বাসবে ভালো
দিন শেষে মোর আঁধার ঘরে বল কে'ই বা জ্বালাবে আলো
তাই – সেই ভালো সেই ভালো একলা পথেই চল ।।


#ভালোবাসা_ও_বাস্তবতা
মুস্তাকিম
রচনাকাল - ২২-০৩-২০২০