আমি আজ বড় একা সঙ্গী কেহ নাই
মাঝ নদীতে এখন আমি নদী সাঁতরাই,
এই নদী বলেছে আমায় বাঁচতে যদি চাও
তারাতা‌ড়ি তুমি তোমার সঙ্গী খুজেঁ নাও,
সঙ্গী কোথায় পাই আমি সঙ্গী কোথায় পাই
সঙ্গী ছাড়া জীবন আমার বেচে থাকা দায়,
নদী আমায় স্বার্থ দিলো সঙ্গী খুজেঁ নিতে
কেউ হবে না রাজি আমায় ভালোবাসা দিতে,
নদীর মাঝে থেকে আমি দেখছি অন্ধকার
কে আমায় ভালোবাসা দিয়ে নিয়ে যাবে নদীর ওপার,
আজ আমি বড্ড একা, একা নদীর মাঝে
ওই দেখা যায় নদীর ওপার কে যেন আমায় ডাকে,
ও নদী ভাই, ওই নদী ভাই শোন আমার কথা
কেউ আসবেনা নিতে আমায় আমি বড্ড একা,
নদী তোমার সঙ্গী আছে নাকি তুমিও একা
আজ পযন্ত পেয়েছো তুমি তোমার সঙ্গীর দেখা?
নদী তুমি কি বললে আমায় বললে কি কথা
তুমিও আমার মতো সঙ্গী বিহীন একা।