বাবু সাহেব সাজছে রাজ
বাসর ঘরে কাটছে রাত
হয়নি ঘুম তবুও
ফজর নামাযটি পড়েনি আজ।


খুব ভোরে উঠল বাবু
হাঁটছে সে ভূট্রা ক্ষেতে
লাজে মরে কে কি বলে
যাচ্ছে না লোকের মাঝেতে।


হঠাৎ তার বন্ধুর সাথে
হয়ে গেল দেখা
কিরে দোস্ত বিয়ে করলি
তাও আবার একা।


দোস্ত আর বলিস না যে
বিয়ে বড় জ্বালা
পুরনো জুতা দিয়েছি যে
মুখ করেছে কালা।


বাবু এখন করবে কি
করতে হবে বাজার
কিছুই তো দিতে পারেনি
নতুন বউ সাজার।


আবশেষে হয়েছে বাজার
দিয়েছে শাশুড়ি টাকা
মাঝে মাঝে বেড়াতে যায়
পকেট সাহেবের ফাঁকা।