কে বলেছে জগৎ পরিবর্তন হয়নি ?
এখন, হিজল ফুল ছড়িয়ে থাকে না
গাছে বাদর লাঠি ঝুলে না
শিমুল গাছ আর জন্মায় না।


কে বলেছে জগৎ পরিবর্তন হয়নি ?
এখন, নদীতে আর জল আসে না
বর্ষায় মাঠে পানি উঠে না
আমন ধান আর ফলায় না।


কে বলেছে জগৎ পরিবর্তন হয়নি ?
এখন, গাছ পাকা ফল কেউ খায় না
ফরমালিন ছাড়া শহুরে যায় না
কৃত্রিম ডিম তৈরি করে চায়না।


কে বলেছে জগৎ পরিবর্তন হয়নি ?
এখন, সৎ পাত্র আর খুজে পাওয়া যায় না
মসজিদ, মন্দির, গীর্জায় জায়গা হয় না
তবুও মানুষে মানুষে ভালবাসা জন্মায় না।