সম্মানিত পাঠক
আস-সালামু আ'লাইকুম।


ঘটনাটি ছিল ২০০২ সাল। সবে মাত্র এইচএসসি পরীক্ষা শেষ করে গ্রামে আসলাম। তখন ফলাফল বের হতে ছ'মাস সময় লাগত। মধ্যবিত্ত পরিবারের সন্তান। শহরে বসে মেস খরচ বাঁচাতে গ্রামেই থাকতে হবে। ভর্তি কোচিং করার ফি ছিল না। সময়টা ছিল বর্ষাকাল। রাস্তার দুই ধার পানি। বিকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় আড্ডা দিতাম। কোন কোন দিন বিভিন্ন অনুষ্ঠানে যেতাম। ফকির বাড়ির পালা গানের আসর, মসজিদে কুর্‌আন তফসির, জিকির ইত্যাদি। বেশ কাটতো দিনগুলু। সারা দিন বাড়িতেই থাকতাম। দিনে বই নিয়েই সময় কাটত। একদিন কাছারি ঘরে শুয়ে আছি। কাছারি ঘরটি এখন নেই। হঠাৎ কবিতার ছন্দ মাথায় ঘুরপাক করতে লাগল। বারবার ছন্দের শব্দগুলো ঘুরপাক খাচ্ছে। বসে খাতা কলম নিলাম আর লিখা শুরু করলাম। চাচাত ভাই ছিল পাশে। সে বলল কি করিস। আমি বললাম কবিতা লিখি। কবিতা লিখা শেষ। তাকে পড়ে শুনলাম।
         লেখা পড়া, লেখা পড়া
         কেউ বলে কষ্ট
         পড়ার মত পড়তে পারলে
         লোকে করে গর্ব।


         দুষ্টুমি মেতে আছে
         কত ছেলে মেয়ে
         ঘুরা ফেরা ভাল লাগে
         এ তাদের কর্ম।


         কেউ আবার বলে থাকে
         বন্ধু তাদের বই
         জীবন তাদের চলে যায়
         আনন্দ আর হৈ।
বেশ সুন্দর হয়েছে তো। তারপর থেকে কবিতা লিখা শুরু। ছুটির দিনগুলোতে প্রায় একটি করে কবিতা লিখা লিখতাম। আর আমি নিজেকে কবি ভাবতে লাগলাম।