সকাল থেকে কুপের ধারে বসে আছি
মাছ ধরিব টেংরা পুঁটি সিং আর গজার
কোথায় গেলো পুঁটি সিং আর বিষের কাঁটা
ছোট্ট ছোট্ট মাছের দেখা কুপের এ ধার।


ধরার আগে যতটুকু জলের ঘোলা
মাছের পোঁটা উতরে উঠা দেখছি দলায়,
যতটুকু দেখছি কুপে মাছের চাড়ি
এখন দেখি জল সেচেতে শূন্য থলায়।


সামান্য দুই বিশ পঁচিশে মাছের গোনা
সারাদিনে পেয়েছি আজ হাতের কাছে,
উতরে পুকুর কুপে ভেতর যেমনি মাছে
একটি মাছে হাজার পোঁটা দিয়ে নাচে।


সিং আর গজার কুপের মাঝে উতরে থাকা
সারা পুকুর সারা কুপে বোঝাই থাকা
মনে হলো ভর্তি মাছে মাছের কুপে
তেমন কি আর দু এক ছাড়া মাছে ফাঁকা।