চক্রভিউ
=============
মোঃ রহমত আলী
=====================
চুপি,চুপি,চুপ,চাপ মনের গভীরে লুকানো বলতে পারো কি?কার মনে কত পাপ। জীবন চলছে কেঁটে ধাঁপে,ধাঁপ সবই ঠিক,ঠাক তবু রূপ কত কার চমৎকার। অভিনয়ের চরিত্র বড়ই কঠিন এ যাত্রাপালায়। যবে অভিনেতারা'ই যে কি দারুন নাট্যকার।


ছুপ,ছুপ,ছুপা কর্মকারের অলংকারী কারুকাজ তাইতো বুঝা বড়ই দায়,প্রকাশ্যে নীলাম যবে তরলের রূপকার,তাহলে কোথায় গেলে হারায়ে সেই সব লুকাই তো উপকার।এখনো যে বিন্দু বিন্দু বর্ষার জ্বলে দরিয়ায় উঠে দোঁল,তবে কিন্তু যে কি?এক বিন্দু রক্তের কোথায় হারিয়ে গেলে মাশুল।


চুপ,চাপ,ছুপ,ছুপা রূপ রুপালী ধূপে কত যে রং হাঁয় লুকা,চুকে গেলো হে ধনুকের নীশানা কত যে ছাঁপ আঁকা ছবি যার পিছে।এ সত্য প্রমাণিত এমনি এক আয়না,যেথায় কিছুই যে যার লুকাইতো ণহে রয়না ।
======১২/১২/২০১২======