"জগৎ খেলা"
==============
মোঃ রহমত আলী
==================
এ জগৎ জুড়ে টাকার খেলা
বসেছে মেলা'র সমাহার।
অর্থ লুটালে দেখা যায়
অনেক রকম রং নাজারা।


টাকাই সব এ জগৎ মেলায়
বাকি সব অন্ধ ছায়া,
এ জগৎ মায়ায় অর্থ ছুটালে
পাওয়া যায় ভালোবাসা
বাদে হরেক সামান।


লুটেরা সব এ পানে সারা,
টুকিয়ে বেড়ায় টোকাই সাজে,
অর্থ নামের কাগজ টুকরা।
রুপার পাতে মোহর বসিয়ে
কিনতে চায় জগৎ সারা।
খেলা করে এ জগৎ পানে
অর্থ নিয়ে জগৎ সনে,
রুপি খুশবু মাহকায়-মাহাকায়।


জগতে অর্থ নাহি সবই,
তবু ও অর্থই সবই,সবই,সবই,
এ জগত মেলায় অর্থ বিনা,
নাই মিলে অন্য পণ্য কিছুই আর।


টাকার পাহাড় বানিয়েছে কেহ,
অর্থ চুরায়ে মানবতা বিবেকে'র।
মরনের পর সনে কবরে
লবে-না কেহ কিছুই সনে।


তবুও মহল নিজে বানায় কেহ,
পাপী পয়সার বুনিয়াদে !
রুপির বিপরীত নেই কিছু
এ জগৎ মেলায় সঙ্গ দিবে।


এ জগৎ মেলা'র সংঙ্গে সংঙ্গে
টাকা চলে আগে আগে,
ক্ষমতা নেই কারো কোনো,
টাকার পরে যাবার আগে,
কি? এই সত্য এ জগৎ মাহে ?


===২৪-১১-২০০২===
:৳:(হায়রে পয়সা হায়):৳: