করুণ কান্না -
==========
মোঃ রহমত আলী
==========
কেউ দুঃখে কাঁদে,
কেউ সুখে কাঁদে,
তবে করুণ কান্না,
সবার'ই সাথে থাকে।
অনেক দিনের কোনও
এক জমানো বেদনা,
নয়ন বালী হয়ে
এক'দিন করুণ কান্না'য়
ভেঙ্গে ভেঙ্গে লুটায়।


কান্না লয়ে শুরু,
আর শেষ,মাঝে রয়
কিছু কিছু খেল,
পুরনো শত ব্যথায়'
কারো মন বারী বায়,
কারো কারো আঁখি
আবার যমুনা হয়ে যায়।


অশ্রু শিক্তো ণয়ণে
ভেজা ভেজা পলকে,
সুখ বলিলে দুঃখ'
কে-আল'বিদা।
করুন কাঁন্নায় কাঁদে,
আর তার জীবনধারা।
কাঁদিয়া কাঁদিয়া শেষ
রাতেও ঘুমায় কেহ
বুঝি আমার'ই মতো।


//২০-০৭-২০০৫//