নিয়তির নির্মম মিষ্টি হাসি ‐
==================
মোঃ রহমত আলী
==================
কানণে কেন ! হে কাঁদে কোকিল
গ্রহণে কেন গগন রঙিন,
সুখের বৃন্দাবনে আজ কেন
গো বন্ধু বসন্তের অমিল।
অশ্রুধারায় এ কেমন সারগাম
শ্রাবণের সাথে কোথায় যেন
মিলতার উদাসীন বর্ণমালা
লুকানো কেন ! বইয়ের পাতার
গভীরে তাই কি ফুল ফুটে
মুরঝায়ে যায় নিমিশেই ।


আবার কাঁদে কেন ! কাঁকের ছাঁনা,
দুঃখ এল কোথা হতে
ভেসে দূর ওজানা।
এইতো নিয়তি'র নির্মম
মিষ্টি ময় হাসি কান্নাঁ।
ভাগ্যের লিখনীর কাছে হেরে-যায়,
জিতে গিয়ে ও গঠনকৃত
সেই কাঁকের বাসা,
যেথায় প্রেম ভাঁসে
মরা গাছের শুকনো পাতা।


কাঁদে কেন ! আবার সেই শিকারী
তীর মেরে শেষে পাখিটি'র বাড়ি।
ধরতে পারেনী যবে ধনুকের নিশানা,
তবে কি ? ধমোকে'ই কি ! উড়ে যাবে
ভীটা ছেড়ে কোকিল বাছা যারা।
এই তো কভু কভু আবহাওয়ার
নির্মম ধারা পাগলা হাওয়ার বেগে
একটু নড়ে চড়ে যায়,
ছোট্ট ঢুনি পাখির পাকা ঘর বাসা।


=====০৯/০৯/২০০৯=====