অধীর উদ্যমে
জুনায়েদ খান প্রান্ত
___________________


মনের জানালা আজ আলগোছে খোলে,
প্রভাতের আকাশে শিশির ঝলমলিয়ে ওঠে।
নদীর জলরাশিতে হচ্ছে প্রতিফলন,
সূর্য রশ্মি আলোক কর্ণার সহিত আলাপে।


রৌদ্রস্নাত প্রকৃতির মাঝে নিবিড় বন্ধনে,
এরা এসে দাঁড়ায় সবাই একসাথে।
হৃদয়খানি উঠছে দুলে ধরনীর মাঝে,
তৃনমূল আর পাখপাখালিদের সঙ্গে করে।


তাই তো আমি দেখি  বিশ্বভুবনখানি,
দাঁড় বাইতে ভয় অকূল সাগরের জলরাশি।
ঋষির একতারাতে গানের পসরা সাঁজে,
সুরের সাথে প্রাণের স্পন্দন মিলিয়ে।


বিশ্ব পরিমন্ডলের মাঝে পর্দা ওঠে,
উড়ে যায় মন তোমার নাম ধরে ডাক দিয়ে।
আলোতে তাই সকল কর্ম ভুলে অনিমিখে,
তুলছে যেন তান ধরনীর বুক জড়িয়ে।


থাকি না আমি বেশিক্ষণ দূরে,
গানের সুরগুলোকে সঙ্গ করে তোমার চরণমূলে।
মনে হল এই গান, যেন আমারি প্রাণ।
নেব আমি শিখে চর্চা করে অধীর উদ্যমে।