বিজয়ের নিশানা
জুনায়েদ খান প্রান্ত
-------------------------
ডাক এসেছে স্বাধীনতার কেমনে ঘরে রই?
বঙ্গবন্ধুর ভাষন থেকে তাইতো অনুপ্রেরণা লই।
আমরা মাগো তরুণ শির পিছপা কবু না হয়,
সাহস সঞ্চার করে বুক পিঞ্জরে বিনষ্ট করবো শত্রুপক্ষকে।


পিছন ফিরে তাকাবো না কোনো মতে এই সংকল্প লই,
এগিয়ে যাবোই নতুন উদ্দামে বীরের মতো করে।দামাল ছেলেদের রণাঙ্গনে যদিও যায় প্রাণ,
রক্ত ঢেলে তপ্ত করবো এদেশের মানসম্মান।


অত্যাচার, ধর্ষণ আর পরাধীনতার গ্লানি মুছতে,
আমরা নেমেছি অস্ত্র হাতে বিজয় চিনিয়ে আনতে।
কতশত তাজা প্রাণ যাচ্ছে যে অকালে মরণ খেলা খেলে,
লড়বো বাঁচবো বাঁচাবো এই মনোভাব ব্যক্ত করে।


দীর্ঘ নয় মাস বাঙলার বুকে প্রাণপণে যুদ্ধ করে,
রক্ত গঙ্গার এই মিছিলে যাচ্ছে অনেকে শহীদ হয়ে।
সবগুটিয়ে যায় পালিয়ে পাক-হানাদার বাহিনীরা,
আত্মরক্ষাতে মাথানত করে দেশ ছাড়ে অবশেষে।


পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ,
শেষ হবেনা কবু সেসব শহীদের প্রতি শ্রদ্ধাভক্তি সম্মান।
বাঙালি মায়েদের আত্মত্যাগে জয়ধ্বনি বাতাসে ভাসে,
বিজয় উল্লাসে নবীন প্রবীণ সকলে একসাথে।


লাল রক্ত আর চিরচেনা সবুজের সমারোহের মাঝে
দিচ্ছে উঁকি লাল-সবুজের নিশানা মুক্ত প্রাঙ্গণে।
বিজয়ের হাসি হেসেই আজ ফেলি স্বস্তির নিশ্বাস,
বাংলার বুকে উড়বেই তো তাই লাল-সবুজের পাল।