বিস্তার
মোঃ রায়হান কাজী
-------------------------
মানবের মনে রোদনে আজ বোধন বাজে,
অট্রহাসির কোলাহলে স্তব্ধতা বিরাজ করে চারিধারে।
কুকুরগুলো সব দিচ্ছে হামাগুড়ি অনাহারে,
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় স্তব্ধ হয়ে।


সর্ব্বগ্রাসীর অকাল বিস্তারে মহাসত্য
মানুষজন হচ্ছে আক্রান্ত অকাতরে।
তাজাপ্রাণ ঝরছে প্রতিদিন রাতদুপুরে,
বাড়ছে ভিড় হাসপাতালের চারদেয়ালে।


বুদ্বুদসম এযুগে তপস্যার বল,
বাড়ছে যে দেশে দেশে একনিষ্ঠ সাধনা।
কাম্য কিছু জোটেনি এখনো অমৃত,
তবুও চলছে গবেষণা এসব নিয়ে।


বিশ্বব্যাপী জ্ঞানীজন ক্লান্ত পরিসিক্ত,
সৃষ্টি কালের বিস্তার ক্ষয় জীবনধর্ম্ম।
কে রোধিবে পঙ্কজবিকাশ উন্মেষ?
অন্ধকারে দিবে আলো মণির নিবাস।