বন্ধু মানেই
মোঃ রায়হান কাজী
--------------------------
বন্ধু মানেই অযথা হাসাহাসি,
বন্ধু মানেই আড্ডা জমে রাশি রাশি।
বন্ধু মানেই একসাথে পথ চলা,
বিনাকারণেই বাঁদরামিতে মেতে ওঠা।


বন্ধু মানেই অকারণে কথা কাটাকাটি,
আমি বুঝিনা কেন এতো করে ত্যাড়ামি?
বন্ধু মানেই মেয়ে দেখলে লাভগুরু হয়ে ওঠা,
কিছুটা পথ চলার পর হুঁচোট খেয়ে পড়া।


বন্ধু মানেই পাগলামিতে ভরে ওঠা মন,
বন্ধু মানেই আজাইরা সব গল্প করা রাস্তার মোড়।
বন্ধু মানেই একসাথে গানের সুরে মেতে ওঠা,
বন্ধু মানেই অযথা অট্রহাসিতে ফেটে পড়া।  


বন্ধু মানে অভিমানের সাথে করি রাগারাগি,
বন্ধু মানেই আবার বুকে জড়িয়ে ধরি৷
বন্ধু মানেই একসাথে দুর্বার এগিয়ে যাওয়া,
বন্ধু মানেই সাহসী বীরের মতো উদ্দাম পথ চলা।


হঠাৎ ঝড়ে বানের জলে কান্নায় স্বরচিত হওয়া,
বন্ধুদের কাছে পেলে সব ভুলে দুষ্টুমিতে মেতে ওঠা।
বন্ধুত্বের আছে এক বিশাল আকাশডানা,
বড় ভাল্লাগে পথ চলতে তোদের পড়া ছায়া।