ছন্দ গাঁথি গুঞ্জরিত তানে
জুনায়েদ খান প্রান্ত
___________________


আজও আছি বিজন প্রান্তের কিনারা জুড়ে,
রচিয়াছি গল্পখানা একান্ত নির্জনে তোমাকে ঘিরে।
যদিও সকল দিক মনে হয় অন্ধকার ঘিরে আছে,
তবুও আলোর খুঁজে পথ চলতে যে বদ্ধ ভালোবাসি।


তোমায় বসিয়া হৃদ মাজারে শায়িত অন্তরের অন্তস্তলে,
ছিলাম চেয়ে ভূধর হতে পাষাণভার সযতনে।
নিদ্রাহীন রাতে অনুভবের চারদেয়ালে বন্দি থেকে,
তোমাতে কাব্য সাজায় পূর্ণিমা সহিত চাঁদের বাসরে।


জোনাকি পোকার শত আলো জ্বালিয়ে পাত্রপুটে,
জাদুঘর আঁকিবুঁকি করি রঙিন দুনিয়াতে।
যাপন করি বুঝি অন্তহীন রাত্র কাঁচের গ্লাসে,
গন্ধময় বাতিগুলো জ্বলে কনকমণির পুষ্পলোকে।


কোথাও যেন খুঁজে পায়না উপমা তোমার,
স্তম্ভগুলি জড়িয়ে আছে দেখনা অঙ্গ জুড়ে।
স্বপ্নময় চমৎকার চিত্র আঁকবো কী বলোনা?
তোমায় নিয়ে হারাবো কোন সূদুরে চলো না?


সৃষ্টি ছাড়া সৃজন করবো পক্ষিরাজের ডানাজোড়া,
উড়াল দিবো কোন সে মহাদেশে তা জানিনা?
বিকশিত হাওয়ার সাথে প্রণয়ভরা স্বপ্নডোরে,
বিবিধরূপ ছন্দ গাঁথি গুঞ্জরিত তানে তোমাকে নিয়ে।