চলার পথে
জুনায়েদ খান প্রান্ত
-------------------


যখন বসে থাকি প্রকৃতির কাছে,
নিজেকে খুঁজে পাই সবুজের সাথে।
এই বাতাস,এই আলো,পাখিদের কুঞ্জন,
সবমিলিয়ে মন-প্রাণ উৎফুল্ল হয়ে ওঠে।


বসে দেখি ভিখারিনীর,
দুই টাকার জন্য করে ডাকাডাকি।
মানুষের জনসমুদ্রে আমিও যাই মিশে।
এদের কলকাকলীতে পরিবেশ হয়ে ওঠে পুলকিত।


দূরে দাঁড়িয়ে থাকা হকারদেরকে দেখি,
রৌদ্রের তাপে ঘাম ঝরছে যে অকাতরে।
তবুও করেনা অনীহা কাজের প্রতি।
তিন চাকার গাড়িটা পাশে রেখে,
একটু জিরিয়ে নেয় বড়োই গাছের নিচে।
তারপর দেখা যায় ক্লান্ত মুখখানা,
চুপিসারে পানি খায় ঢকঢক করে।


রাস্তার পাশ দিয়ে আমি যখন হাঁটি,
হঠাৎ চেয়ে দেখি বটবৃক্ষটাকে,
নিরবিচ্ছিন্ন দেয় ছায়া বিনা উদ্দেশ্যে।
বটের ডালে পাখিরা করে ডাকাডাকি,
তা দেখে আমিও আবাক হয়ে তাকিয়ে থাকি।


এতসবের ভিতরে আমি যাই হারিয়ে,
হঠাৎ ডাকার শব্দ শুনে বাস্তবে আসি ফিরে।