দুর্বল দুরাশা
মোঃ রায়হান কাজী
----------------------------
হৃদয়ের এ কেমন দুর্বল দুরাশা,
অভিশপ্ত দেহে প্রেতাত্মার পিপাসা।
সাধের বস্তুর মাঝে ও রহিয়াছে উতলা,
চাই আরও চাই এই মনের কামনা-বাসনা।


সলিলসমাধি রয়েছে শুধু নেই দেহখানা,
নিষ্ফল হয়েছে ভাবাবেগ মত্তলোকের আশা।
চরণ দুখানা নির্বিত্তে ফুলের শৃঙ্খল সাজিয়ে,
বিশ্বদর্শনে চিত্রপট যেন তুলির আঁচড়ে আঁকা।


পথের কাছে বসে কেবলই দূরে তাকিয়ে থাকা,
সকলি হয়েছে নিস্ফল নিরাশা জীবন দুরাশা।
মানবজীবন নিয়ে একান্তভাবেই  থাকে জড়তা,
কাটেনি তো তার কিছুই কাটেনি নিছক আবছায়া।


কোথায় রহিয়াছে জীবন সংসারের রহস্য?
অন্বেষণ ভূমি নিজের অস্তিমজ্জায় চিন্তাধারা।
মহত্ত্বের আশার মাঝে কাঁটে নিতো নিরাশা,
কোথায় দিবো ঝাঁপ কাটেনাতো জড়ত্ব নির্বুদ্ধিতা।