এসময়ে পরিমন্ডলের মাঝে
   জুনায়েদ খান প্রান্ত
______________________


এসময়ে পরিমন্ডলের মাঝে,
আনন্দ গান বেজে ওঠে৷
অশ্রুজলের ঢেউয়ের সহিত,
ব্যাথার বাঁশিতে সুর নাচে।


হৃদয় আমার উঠছে দুলে,
অট্টহাসির কোলাহলের ভিড়ে।
অকূল জলের ভান ভাসিয়ে,
তুমি দাও আমায় দেখি তান তুলে।


আজি এই দিবসে আমার কাছে এসে,
নতুনত্বের সাথে অজানা সুর ধর ধরনীর মাঝে।
বাজাও বাঁশি উজানের হাওয়ায়,
স্রোতের সাথে তরী থাক না ভাসিতে।


এখনো আছো তুমি তরঙ্গনী হয়ে,
দূর প্রান্তের কাছে চুপিসারে দাঁড়িয়ে।
তোমারি বিরহে মন ভাসে ভরা নদীতে,
এমন ডাকে কীভাবে রহী বলো ঘর বসে।


বাসনার আশা পুলকে দুলিয়া,
তোমাকে মিলায় ফুলে দের সাথে।
আকাশ রাশিতে ঝাঁপ দিয়েছি,
তোমাতেই পাগলপাড়া হয়ে৷