ঈদ-এ মিলাদুন্নবী
জুনায়েদ খান প্রান্ত
__________________


দো-জাহানের বাদশা এলেন ধরনীর বুকে
আলোর প্রদীপ জ্বালিয়েছেন আকাতরে মানবের মনে।
অন্ধকারকে দূরে ঠেলে সৃষ্টি নূরের উল্লাসে,
আল্লাহ আল্লাহ রব্ ওঠে পথহারা ভ্রান্ত দিগন্ত জুড়ে।


নবীর প্রেমে মসগুল হয়ে বিদূরিত হয় কালো,
হাসিলো পাখপাখালি দেখিয়া নূরানী চেহারাখানি।
সেই খুশি যে আকাশচুম্বী বিস্তৃত জলরাশি,  
জানতো সকল জগতবাসী সূদুর প্রসারী।


তাহার তরে মনুষ্যকূল পেলো খোদার শ্রেষ্ঠদান,
এটি নয় যে কোনো গ্রন্থ কিংবা উপখ্যান।
মুসলিম জাতির জীবন-যাপনের জন্য
পূর্ণাজ্ঞ এক সংবিধান আল-কুরআন।


চন্দ্র,সূর্য, গ্রহ,তারা আরো আছে কত-কী?
তাহার তরে দুরুদ পড়ে সমগ্র আসমা-জমিন সবি।
সেই হাওয়াতে  হৃদয় ভাসে আসে যে,
সকল উম্মাদের মাঝে ঈদে-এ মিলাদুন্নবী।