হৃদয়ের উৎসমুখ
জুনায়েদ খান প্রান্ত
------------------------------
যে ধ্বনির তালে হৃদয়ের উৎসমুখ হতে ,
জ্ঞান ছড়িয়ে দেওয়া যায় বিস্তৃত বাতায়নে।
মানব মানবের কাছ থেকে শিখবে
সংকোচন বোধ দূরে ঠেলে মুক্ত গগনতলে।


বিশালা বসুন্ধরার মাঝে রাখিনি তো ক্ষুদ্র করে,
চিত্র যেখানে ভরশুন্য, উন্নত মর্মশির কেন দূলর্ভ?
জ্ঞান যেখানে মুক্ত  প্রাঙ্গণের মতো হাস্যে উজ্জ্বল,
মানুষ কেন গ্রহণ করেনা সহজলভ্যভাবে শিক্ষাকে।


অজস্র কর্মধারায় চরিতার্থতায় চিন্তিত বিস্তার,
তুচ্ছ আচারের বিচার কার্য কেন ক্ষীণ এই পথে।
কেনইবা সর্ব চিন্তাভাবনা উচ্ছ্বাসিয়া ওঠে প্রাণে,
নিজ হস্তে নির্দয় আঘাত স্বর্গ করো জাগরিত।


উৎসব মুখ হতে নির্বারিত স্রোতের টানে,
জাগ্রত দ্বারে কর্মধারায় ফুলের বাসর সাঁজে গৃহে।
পুরুষ যেখানে করেনি নিত্য স্রোতপ্রবাহকে অবজ্ঞা করে,
নারী কেন ভাসে উজান স্রোতের সঙ্গিনী হয়ে?